অগ্রবাণী ডেস্ক | ০৩ জুন ২০১৭ | ১২:৪৩ অপরাহ্ণ
মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (৩ জুন) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়েছে। এ পূর্বাভাস বিজ্ঞপ্তির সময় থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত বলবৎ থাকবে।
এতে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ভোলায় ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।