অনলাইন ডেস্ক | ২৮ আগস্ট ২০১৭ | ৯:১৬ অপরাহ্ণ
ঐতিহাসিক রায় দিল রোহতকের সিবিআই বিশেষ আদালত। টানা ২০ বছরের জন্য জেলে থাকতে হবে ধর্ষক বাবাকে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল বাবা রাম রহিমের ১০ বছরের কারদণ্ড। কিন্তু পরে বিস্তারিত খবরে বদলে গেল সেই খবর।
বাবা রাম রহিমের সাজা দ্বিগুণ হয়ে গেল সেই খবর অনুযায়ী। বিস্তারিত রায় জানার পরে আইনজীবীরা জানিয়েছেন, দু’টি পৃথক মামলায় দশ বছর করে কারদণ্ড দিয়েছে আদালত। এক্ষেত্রে আদালত জানিয়েছে, দু’টি সাজা একসঙ্গে চলবে না। প্রথম ১০ বছর জেলে কাটানোর পরে ফের ১০ বছর জেলে থাকতে হবে। হিসেব মতো দেখা যাচ্ছে ২০৩৭ সাল পর্যন্ত জেলে থাকতে হবে বাবা রাম রহিমকে।
দু’টি মামলায় আলাদা আলাদা করে ১৫ লাখ টাকা জরিমানাও করেছে সিবিআই আদালত। ফলে মোট ৩০ লাখ টাকা দিতে হবে ধর্ষক বাবাকে। এই টাকা দেওয়া হবে দুই ধর্ষিতা মহিলাকে। তাঁরা ১৪ লাখ টাকা করে পাবেন। দু’টি মামলাতেই ৩৭৬ ধারায় ১০ বছরের কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে ৫০৭ ধারায় জরিমানা করা হয়েছে।