
ডেস্ক | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
ময়মনসিংহে ফেসবুকের পোস্ট নিয়ে দ্বন্দ্বে বন্ধুদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছে। মঙ্গলবার দুপুরে ছুড়িকাঘাতের ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র কাওসার মিয়া (১৬) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত কাওসার সদরের চুরখাই এলাকার এইচ এস হৃদয় আদর্শ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ও উইনারপাড় গ্রামের মুক্তা মিয়ার ছেলে।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে চুরখাই এলাকার নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের পেছনে বন্ধুদের সাথে বাগবিতণ্ডার জেরে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, কিছুদিন আগে সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বন্ধুদের সঙ্গে মনোমালিন্য এবং ধস্তাধস্তি করে মোবাইল ফোন ভাঙার ঘটনা ঘটে। সে ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
Posted ১১:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar