আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ প্রতিনিধি | ২৬ আগস্ট ২০১৭ | ১১:২৮ অপরাহ্ণ
যশোর জেলার মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শনিবার (২৬আগস্ট) দুপুরে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের উদ্দগ্যে যশোর জেলার মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে ত্রান বিতরণ করা হয় । এসময় তারা বন্যার্ত ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া,সাবান, চিনি, সেমাই, বিস্কুট, খাবার স্যালাইন এবং শ্যাম্পু বিতরন করে। উক্ত ত্রান বিতরন কর্মসুচিতে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ, সহযোগি অধ্যাপক ডাঃ এম এ জলিল, শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনির, মনিরামপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড.আবুজার সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিংকন বিশ্বাস ও কলেজ ছাত্রলীগের আহŸায়ক ফাইম হাসান ও যুগ্মআহŸায়ক জাহিদ হাসান সহ অত্র কলেজের শিক্ষার্থীরা।