
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২০ জুলাই ২০২২ | প্রিন্ট
ঈদুল আজহার ছুটি শেষে বুধবার (২০ জুলাই) থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্লাশ ও পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।
ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বুধবার থেকে শুরু হলেও মঙ্গলবার (১৯ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস দপ্তরগুলো এবং আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। ঐ দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসতে দেখা যায়।
এদিকে হল খুলে দেওয়াতে আবাসিক শিক্ষার্থীরা হলে আসতে শুরু করেছেন। পাশাপাশি হলের বাইরে থাকা শিক্ষার্থীরাও পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।
প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গত ৬ জুলাই (বুধবার) থেকে ১৪দিনে জন্য পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয়।
Posted ১২:১৫ অপরাহ্ণ | বুধবার, ২০ জুলাই ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar