
| শনিবার, ০৭ মার্চ ২০২০ | প্রিন্ট
প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের আয়োজন হল পণ্ড। ৩০ হাজার টাকা জরিমানার পাশপাশি মুচলেকা দিলেন কনের পিতা। আর বরযাত্রীদের জন্য রাখা খাবার পাঠিয়ে দেয়া হল পাশের এতিমখানায়। ঘটনাটি শনিবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বলেশ্বরপুর গ্রামের।
স্থানীয় সূত্র জানায়, আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের হাবিবুর রহমানের কন্যা আইরিন আক্তার অ্যানি এবছর হাড়োকান্দী-বলেশ্বরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার মাঝেই তার বিয়ে ঠিক করা হয় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে। ৫ মার্চ আইসিটি পরীক্ষা শেষ করার একদিন পর বিয়ের দিন নির্ধারণ করা হয়।
পূর্ব সিদ্ধান্ত অনুসারে ৭ মার্চ সকালে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। আত্মীয়-স্বজনে ভরা বিয়ে বাড়িতে শুধু বরযাত্রী পৌছা বাকি ছিল। এরই মাঝে সেখানে উপস্থিত হন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী। তিনি বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের পিতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বরযাত্রীদের জন্য প্রস্তুত রাখা সকল খাবার তুলে নিয়ে পুঁটিমারী গ্রামের এতিমখানায় দেয়া হয়।
Posted ১০:১১ অপরাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar