| ১৪ জানুয়ারি ২০২১ | ৪:২০ অপরাহ্ণ
জেলার আগৈলঝাড়ার বাকাল গ্রামের দুই সন্তানের জননী গৃহবধু সীমা দাস (২৭) নিখোঁজের দুই দিনেও সন্ধ্যান মেলেনি। এ ঘটনায় নিঁখোজ গৃহবধুর দৃষ্টি প্রতিবন্ধি স্বামী বরুন দাস থানায় সাধারণ ডায়েরী করেছেন।
ডায়েরী সুত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি বরুন দাস মঙ্গলবার (১২ জানুয়ারী) সকালে তার স্ত্রী সীমা দাসকে বসতঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরবর্তীতে প্রতিবেশী, আত্মীয়স্বজন ও স্ত্রী সীমার বাবার বাড়িতে খুঁজে না পেয়ে ঘটনার দুইদিন পর স্ত্রী সীমাকে খুঁজে পেতে আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করেন।
আগৈলঝাড়া থানার ডিউটি কর্মকর্তা এসআই মোঃ শরিফুল ইসলাম জানান, গৃহবধু সীমার সন্ধানে ইতোমধ্যে সকল থানায় ছবিসহ বার্তা প্রেরণ করা হয়েছে। নিখোঁজ গৃহবধুকে খুঁজে পেতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।