অনলাইন ডেস্ক: | ১৫ জুলাই ২০১৭ | ৭:২৩ অপরাহ্ণ
সম্প্রতি মুশফিকুর রহিমকে নিয়ে বাজে মন্তব্য করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল বরিশাল বুলসের অন্যতম কর্ণধার আউয়াল চৌধুরী বুলু। তিনি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন। এই অভিযোগটি শুনে খুবই মর্মাহত হন বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তাই বিষয়টি তিনি অবহিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলকে।
একজন ফ্র্যাঞ্চাইজ স্বত্বাধিকারীর এমন মন্তব্যে খুবই মর্মাহত হন মুশফিক। আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার মাঠের পারফরম্যান্স নিয়ে কেউ মন্তব্য করতেই পারে। আমি ভালো খেলোয়াড় নই সেটাও বলতে পারে। কিন্তু আমার শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে, তখন খুবই খারাপ লেগে। আশা করছি বিপিএল গভর্নিং কাউন্সিল ব্যাপারটা দেখবেন। আজ আমার সঙ্গে এমন হয়েছে, কাল অন্যদের সঙ্গেও তা হবে।’
পরে অনেকটা আবেগতাড়িত হয়ে মুশফিক আরো বলেন, ‘দেশকে এতদিন সেবা দিচ্ছি, এটাই কি আমাদের প্রাপ্য। একজন খেলোয়াড় কি এতটুকু সম্মান পেতে পারে না।’
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক এ ব্যাপারে বলেন, ‘জাতীয় দলের অধিনায়ক ও একজন খেলোয়াড়কে নিয়ে এভাবে কেউ মন্তব্য করতে পারে না। যিনি এমন মন্তব্য করেছেন, তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি আমরা। যথাযথ উত্তর না পেলে প্রয়োজনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা।’
সম্প্রতি মুশফিককে নিয়ে আউয়াল চৌধুরী বলেছিলেন, ‘আসন্ন বিপিএলে মুশফিককে দলে নিতে আমরা খুব একটা আগ্রহী নই। কারণ সে খুব একটা গোছানো নয়। তা ছাড়া গত মৌসুমে আমাদের ফ্রাঞ্চাইজদের নিয়ে সে বাজে মন্তব্য করেছিল।’