
| বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
পিলখানা হত্যাকাণ্ডে শহীদ তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার সম্ভব নয়। বৃহস্পতিবার দুপুরে বনানীতে বাবার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
রাকিন আহমেদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এ হত্যাকাণ্ডের বিচার করা কখনো সম্ভব হবে না। কারণ যারা আসল মাফিয়া তাদের নাম এখনো এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি। এ হত্যাকাণ্ডের তদন্ত যেটা হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা। সত্য কিন্তু কখনো চাপা থাকে না। এতোকিছুর পরেও আমি বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে।
Posted ৭:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar