অনলাইন ডেস্ক | ২৪ আগস্ট ২০১৭ | ৮:০৮ অপরাহ্ণ
কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার দুপুরে সাবেক স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন এরশাদ।
অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, দেশের বন্যার্তদের সাহায্য নিয়ে সরকার প্রহসন করছে। তিনি বলেন, ‘একটি সরকার বেশি দিন থাকলে মানুষ … মানুষ পরিবর্তন চায়। এই সরকারের জনপ্রিয়তা তো শূন্যের কোঠায়।’ তিনি বলেন, ‘আমরা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করব না। কোনো তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতি সুবিচার করে নাই। সংসদের যে নেতা আছে, এই সরকারের অধীনে নির্বাচন করব আমরা। তবে আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।’