
| বুধবার, ০৪ মার্চ ২০২০ | প্রিন্ট
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। চলমান হ্যাশট্যাগ ‘মিটু’ আন্দোলন নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। আন্দোলনের শুরুটা হলিউডে। আর ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রিতে ২০১৮ সালে এই প্রতিবাদ শুরু হয়।
নানা পাটেকারের বিরুদ্ধে প্রথম অভিযোগ তোলেন তনুশ্রী দত্ত। এরপর একে একে অলোক নাথ, বিকাশ বহেল, রজত কাপুর, সাজিদ খান, এম জে আকবরের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ উঠতে থাকে।
কঙ্গনা রানাওয়াত জানান, ‘কুইন’ ছবির সময় বিকাশ বহেল তার সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই ছবির এক জুনিয়র আর্টিস্টও বিকাশের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
বিষয়টি নিয়ে কাজল জানান, মিটু পর পরিস্থিতি অনেক বদলেছে। শুধু ফিল্মের সেট নয়, বদল এসেছে সব ক্ষেত্রেই। আসলে এই আন্দোলনে বহু নামী ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তারপর থেকে ভালো হোক, খারাপ হোক বা ইনডিফারেন্ট হোক, যে কোনও পুরুষ সাত পা দূরে থাকে।
Posted ১১:১৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar