
জবি প্রতিনিধি | শনিবার, ২০ জুন ২০২০ | প্রিন্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের ১ম বর্ষের ছাত্র মোস্তাকিম সরকার এর মা GBs (Guillain-Barre syndrome) রোগে আক্রান্ত হয়েছেন। মায়ের চিকিৎসার জন্য সবার সহায়তার প্রয়োজন।
মোস্তাকিম জানান, ১৮ মার্চ তার মা অসুস্থ হয়ে পড়েন। করোনার এই ভয়ানক পরিস্থিতিতে প্রথমে ডাক্তার দেখানো সম্ভব হয়নি। ২৫শে মার্চ একজন প্রাইভেট ডাক্তার দেখানো হয় কিন্তু কিছুতেই কিছু হচ্ছিলো না৷ তার মায়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিলো।
তিনি জানান, ২৫ এপ্রিল মায়ের শারীরিক অবস্থা বেশ বেগতিক হয়ে পড়লে রংপুর মেডিকেলে অনেক ঝামেলার পর ভর্তি করানো হয়। সেখানকার একজন নিউরোলজিস্ট রোগটি শনাক্ত করেন। এখন প্রতিদিন আম্মুর ফিজিওথেরাপি চলছে।
মুস্তাকিম আরো জানান, বিরল এই রোগটির চিকিৎসার জন্য গত তিনমাসে প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়ে গেছে তাদের পরিবারের। আরো অনেকদিন এই চিকিৎসা চালিয়ে যেতে হবে। এদিকে তার বাবা একজন কৃষক। তাই এই বিশাল অর্থের সংকুলান সম্ভব হচ্ছে না তাদের একার পক্ষে। করোনার জন্য আরো বেশি হিমশিম খেতে হচ্ছে তাদের।
তাই সকলের কাছে তার মায়ের চিকিৎসার জন্য সহায়তা চেয়েছেন তিনি।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar