
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ মে ২০২২ | প্রিন্ট
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামায়াত চক্র দেশকে শ্রীলংকা বানানোর স্বপ্ন দেখছে। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চায়।
সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ মাঠে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে গাজীপুর মহানগর ছাত্রলীগ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, জাতিসংঘে বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশে স্বীকৃতি পাচ্ছে, সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, ঠিক তখনই বিএনপি জামায়াত চক্র বাংলাদেশকে শ্রীলংকা বানানোর স্বপ্ন দেখছে। আসলে তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কিন্তু তাদের এ স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। বাংলাদেশের জনগণ তাদের এ স্বপ্ন কোনোদিন মেনে নেবে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ, দিন বদলের বাংলাদেশ৷ বিশ্বের উন্নত দেশসমূহ যখন করোনা মোকাবিলায় হিমশিম খেয়েছে, তখন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, বিশেষ বক্তা ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুর নাহার ভুঁইয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু প্রমুখ।
Posted ২:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar