
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ | প্রিন্ট
বাংলাদেশের আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের ই-কমার্স প্ল্যাটফর্ম ‘একশপ’-এর আদলে মধ্যপ্রাচ্যের ইয়েমেনে চালু হয়েছে ‘ইয়েমেনি দোক্কান’। ইউএনডিপি ইয়েমেন, ইউএনডিপি বাংলাদেশ, এটুআই এবং ভিব্রাফোন (ইয়েমেনের বেসরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি) যৌথভাবে ই-কমার্স অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম হিসেবে ‘ইয়েমেনি দোক্কান’ চালু করেছে। যুদ্ধপীড়িত দেশটির শহর ও গ্রামীণ অঞ্চলে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনলাইন মার্কেটপ্লেসে পণ্য কেনাবেচার সুযোগ দিতে এটুআই উদ্ভাবিত ই-কমার্স মডেলটির মতো ফিচার নিয়ে গত সোমবার উদ্বোধন হলো প্ল্যাটফর্মটি। নতুন এ প্ল্যাটফর্মটি থেকে ইয়েমেনের ব্যবসায়ীরা অভ্যন্তরীণ কেনাবেচার (বিটুবি) পাশাপাশি ভোক্তারাও (বিটুসি) পণ্য কিনতে পারবেন। দক্ষিণ সুদান এবং তুরস্কে সফলভাবে বাস্তবায়নের পর তৃতীয় দেশ হিসেবে এবার মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে একশপের মডেল চালু করা হলো।
উদ্বোধন অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ইউএনডিপি ইয়েমেনের আবাসিক প্রতিনিধি অকে লুৎস্মা ও প্রজেক্ট ম্যানেজার অরবিন্দ কুমার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভিব্রাফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম আল-সামি প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ইউএনডিপি ইয়েমেন, ইউএনডিপি বাংলাদেশ এবং ইয়েমেনি বেসরকারি খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণে ই-কমার্স :’প্রমেজিং প্রসপেক্ট ফর দ্য বিজনেস কমিউনিটি’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, নতুন চালু হওয়া ই-কমার্স প্ল্যাটফর্ম সম্পর্কে দেশটির মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি প্ল্যাটফর্মটিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং বেসরকারি খাতের ব্যবসায়ীদের যুক্ত করা হবে। ঠিাকানা : www.yemenidukaan.com
Posted ২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar