| ২০ জানুয়ারি ২০২১ | ১:৫৮ অপরাহ্ণ
বৃষ্টিতে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। বাংলাদেশের বোলারদের চাপের মুখে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। ১৯ ওভারে মাত্র ৫৬ রােন তুলে নেন প্রথম সারির ৫ টি উইকেট।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খেলা শুরু হয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল।
তবে তিন ওভার তিন বল খেলা হওয়ার পরই বৃষ্টির বাধায় বন্ধ হয়ে যায় খেলা। এতে এক উইকেটে ১৫ রান নিয়ে ফিরে যায় ওয়েস্ট ইন্ডিজ। বেলা পৌনে একটার দিকে আবার খেলা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৪৬ রান। বাংলাদেশের হয়ে দু’টি উইকেটই তুলে নেন মুস্তাফিজ। আরেক ইউকেট নেন সাকিব আল হাসান।
এর আগে, অধিনায়কের আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে খুব বেশি সময় নেননি কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। ৯ রানের মাথায় নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সুনিল এমব্রিজকে সাজঘরের পথ দেখান মুস্তাফিজ। অথচ রুবেল হোসেনের করা প্রথম ওভারের শেষ বলটি সোজা ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে সাহসী ব্যাটিংয়ের বার্তাই দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই সহ-অধিনায়ক। মুস্তাফিজের করা ওই বলটি মিডল-লেগ স্ট্যাম্পে আঘাত হানে। ফলে রিভিউ নিয়েও রক্ষা পাননি অ্যামব্রিস। এরপর সেই মুস্তাফিজুর রহমানের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন জশুয়া ডি সিলভা।