
ডেস্ক | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | প্রিন্ট
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, বাংলাদেশে করোনা ভাইরাসের পরিস্থিতি এখনও জটিল নয়। জনসাধারণের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বৃহস্পতিবার (১২ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশে করোনা ভাইরাস পরিস্থিতি ভালো আছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
জাহিদ মালিক আরও বলেন, ‘যে তিনজনের দেহে করোনা পাওয়া গিয়েছিল, তাদের দুজন এখন সুস্থ। তাদের দেহে আর করোনা ভাইরাস নেই। আমরা যাদেরকে কোয়ারেন্টাইনে রেখেছি, তারা অসুস্থ নয়, সবাই সুস্থ।’ এ সময় করোনা পরীক্ষার জন্য ৫টি থার্মাল স্ক্যানার দেওয়ার জন্য সামিট গ্রুপকে ধন্যবাদ জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে আমরা করোনা প্রতিরোধে প্রস্তুতি শুরু করি। আমরা জাতীয় পর্যায়ে তিনটি কমিটি গঠন করেছি। জেলা-উপজেলায় কমিটি গঠন করেছি। এই রোগ প্রতিরোধে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। ঢাকাসহ জেলা-উপজেলায় হাসপাতাল ব্যবস্থা করে রাখা হয়েছে। আমাদের প্রশাসন এই বিষয়ে রাতদিন কাজ করছে।’
Posted ৪:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar