
| সোমবার, ০২ মার্চ ২০২০ | প্রিন্ট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জোর করে ক্ষমতায় এসে স্বাধীনতার চেতনা ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে আওয়ামী লীগ। সেই সঙ্গে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িতদের স্বীকার করতে চায় না তারা।
সোমবার (০২ মার্চ) ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সরকার আমাদের সমস্ত অর্জন ধ্বংস করেছে। অন্যায়ভাবে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রেখে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তাকে জামিন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে। ঐক্যবদ্ধ হয়ে দানব সরকারকে পরাজিত করা হবে।’
মুজিববর্ষে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসা বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) জেরে দিল্লিতে সংগঠিত নিকৃষ্টতম দাঙ্গার সঙ্গে যখন বিজেপির জড়িত থাকার অভিযোগ; তখন মোদির বাংলাদেশে আসাটা কতোটুকু শোভনীয়, তা ভাবা দরকার।’
Posted ৭:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar