
বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | প্রিন্ট
জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলায় সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ার ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজ-সেবক, লেখক, গবেষক ও বিশিষ্ট মিডিয়া টক-শো ব্যক্তিত্ব এবং নন্দিত সাংবাদিক নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব আলহাজ্ব শাবান মাহমুদ।
অভিনন্দন বার্তায় শাবান মাহমুদ বলেন, খেলোয়াড়ী মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের খেলোয়াড়দের এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে সবার উপরে দেশ।
বাংলাদেশ ক্রিকেট দল বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে ৯ উইকেটে হারিয়ে ২-০-তে সিরিজ জয় করে। বাংলাদেশ দল ৪৮ রানে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে জয় পায়। এর আগে টেস্ট ও তিন ম্যাচের ওডিআইতেও বিজয়ী টাইগাররা।
Posted ১০:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar