এম এ রউফ খান | ১২ জুলাই ২০১৭ | ১০:৩৫ অপরাহ্ণ
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন ঘাটাইল উপজেলা শাখার সন্মেলন অনুষ্ঠিত হয়। নিজ সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নারায়ন চন্দ্র সাহা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিডিএম এর সাধারন সম্পাদক ঘাটাইলের কৃতি সন্তান তরুন নেতা ডিএমএফ জাতির আশার আলোর দিশারী ডাঃ আমিনুল ইসলাম। সন্মেলনে সর্বসম্মতিক্রমে একটি কার্যকরী কমিটি গঠিত হয়।
অদ্য ১২-৭-১৭ ইং তারিখ দুপুর ২ ঘটিকার সময় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে নবগঠিত কমিটির সভাপতি- ডাঃ সানোয়ার হোসেন, সাধারন সম্পাদক- ডাঃ মফিজুর রহমানসেন্টু,সাংগঠনিক সম্পাদক- ডাঃ আতিকুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক- ডাঃ নাজনীন খানম, সন্মানিত সদস্য- ডাঃ জমিলা খাতুন।
সন্মেলনের উদ্ভোধক টাংগাইল জেলা বিডিএমএ এর সুযোগ্য সভাপতি ও সংগঠক ডাঃ আশরাফ উজ জামান, বিশেষ অতিথি ঘাটাইলের কৃতি সন্তান টাংগাইল জেলা বিডিএমএ র সিনিয়র সহ সভাপতি বডিচিপ টাংগাইল জেলা শাখার আহবায়ক ডিএমএফ সহ ঘাটাইলের জনপ্রিয় নেতা ডাঃ সুলতান মাহমুদ অফিসিয়াল জরুরী কাজে জন্য উপস্থিত হতে না পারায় সন্মেলনে উপস্থিত সকল ডিপ্লোমা চিকিৎসক খুব তাঁকে বার বার স্মরণ করছিলেন।
এবং শান্তিপূর্ণ ভাবে সম্মেলন ও কমিটি গঠনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। নবগঠিত কমিটির সভাপতি- ডাঃ সানোয়ার হোসেন বেক্সিমকো ফার্মাসিউটক্যালস কে ধন্যবাদ জানিয়েছেন আজকের এই সন্মেলন সফল করার জন্য বিশেষ ভূমিকার পালনে। তিনি আরো বলেন বিডিএমএ সুসংগঠিত হলেই ডিএমএফ জাতি তাদের অধিকার আদায় করতে পারবে নচেৎ সব কিছুই ধীরে ধীরে হারাতে থাকবে।