অগ্রবাণী ডেস্ক: | ২৮ মার্চ ২০১৭ | ৮:১৮ অপরাহ্ণ
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে। শ্রীলংকা তাদের ইনিংসে ব্যাট করার পর বৃষ্টি শুরু হয়। পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার ডাম্বুলায় টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলংকা। ৪৯ দশমিক ৫ ওভারে ৩১১ রানে অলআউট হয় স্বাগতিকরা।
ম্যাচে হ্যাটট্রিক করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তিনি ৮ দশমিক ৫ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন। ইনিংসের শেষ ওভারে এসে পরপর তিন উইকেট তুলে নেন এ ডানহাতি পেসার।
শ্রীলংকার হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন কুশাল মেন্ডিস। তিনি ১০২ রান করেন। এছাড়া উপল থারাঙ্গা করেন ৬৫ রান।
-এলএস