| ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৫৫ অপরাহ্ণ
হলিউড অভিনেত্রী শাইলেন উডলি ও ফুটবলার অ্যারোন রজার্স হিরের আংটি দিয়ে সম্পন্ন করলেন বাগদান। সম্প্রতি জনপ্রিয় ‘দ্য টুনাইট শো’তে জিমি ফ্যালন প্রশ্ন করলে বিষয়টি স্বীকার করেন শাইলেন।
শো-তে শাইলেনকে উদ্দেশ্য করে জিমি ফ্যালন বলেন, অ্যারোনের সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন অনেকদিন ধরে শোনা যাচ্ছে। তাতে এবার যুক্ত হয়েছে বাগদানের বিষয়টি। এটি কি সত্যি?
উত্তরে হাসতে হাসতে ২৯ বছর বয়সী ‘ডাইভারজেন্ট’খ্যাত শাইলেন বলেন, ‘হ্যাঁ, আমরা কিছুদিন আগে বাগদান সেরে ফেলেছি।
অনলাইন পোর্টাল ইনসাইডার জানায়, শো-টিতে অন্তত দুই বার হাত তুলেছেন শাইলেন। তখনই হাতের অনামিকায় হিরের আংটি ঝলমল করে উঠেছে।
হাতের আংটি বানানো হয়েছে বিরল ধরনের এক রকম হলদে হিরে দিয়ে। ‘রেয়ার ক্যারেট’ নামে বিশ্ববিখ্যাত হিরের ব্র্যান্ডের প্রধান নকশাকার অজয় আনন্দ অনলাইন পোর্টাল ইনসাইডারকে জানিয়েছেন, অন্তত ছয় ক্যারেটের আংটিটি চতুষ্কোণ আকৃতির, ডিজাইনটা অপূর্ব। এর দাম পাঁচ কোটি টাকার কম নয়।