আজকের অগ্রবাণী ডেস্ক: | ২৯ মার্চ ২০১৭ | ৮:২৫ অপরাহ্ণ
রাজশাহীর বাঘা উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জেএমবি ক্যাডার নিউটন হাবিব ওরফে পিন্টু ওরফে ইকবালকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
তিনি বাঘার আড়ানি পৌর এলাকার ভারতিপাড়া মহল্লার মৃত হাকিম উদ্দিনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, বুধবার দুপুরে নিউটনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নিউটন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তালিকায় তার স্থান ১৫৪ নম্বরে।
তিনি জানান, নিউটন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে আবার সাংগঠনিক কার্যক্রম শুরু করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।