অনলাইন ডেস্ক | ০১ মার্চ ২০১৭ | ৩:০১ অপরাহ্ণ
শিশুটি এখনও কথাও বলতে শেখেনি। কেঁদেই হয়ত সে মনের কথা বোঝাতে চাইছিল। কিন্তু তাতে বিরক্ত হয়ে তার মা যা করল তা দেখলে শিউরে উঠতে হয়। বাচ্চাকে মেরে কান্না থামানোর চেষ্টা করেন সেই মা। আর এই ঘটনার একটি সিসিটিভি ভিডিও এখন ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় গত ২৪ ফেব্রুয়ারি এই ভিডিওটি পোস্ট করা হয়। এতে দেখা যাচ্ছে দক্ষিণ-পূর্ব চীনের গুয়াংডং প্রদেশে এক মহিলা তার বাচ্চার উপর চিৎকার করছে। আর তারপর শিশুটিকে মাটিতে ফেলে লাথি মারছেন।
ইতিমধ্যেই প্রায় ৮০ লাখ দর্শক এই ভিডিওটি দেখে ফেলেছেন। সংশ্লিষ্ট এলাকার পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনাটির ব্যাপারে তারা খোঁজ নিয়েছে। শিশুটির মাকে মৌখিক ভাবে সতর্কও করা হয়েছে।