
ডেস্ক | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | প্রিন্ট
দিনাজপুরের হিলি বাজারে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের রবিদাসের ছেলে বাবুল রবিদাস (৫২) ও একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রেম কুমার রবিদাসের ছেলে পল্লব কুমার (১৯)।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে হিলি বাজার থেকে তাদের আটক করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গেলো সোমবার সন্ধ্যায় তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে পল্লব কুমার রবিদাস ও বাবুল কুমার রবিদাস ফুসলিয়ে বাজারের টয়লেটে নিয়ে যায়।
পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিত ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাকিমপুর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিলে ওই দুজনকে আটক করে পুলিশ। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ৮:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar