অনলাইন ডেস্ক | ০৪ এপ্রিল ২০১৭ | ১০:২১ পূর্বাহ্ণ
অ্যাপল 9.7 ইঞ্চি আইপ্যাডের নতুন ভার্সনের কথা জানিয়েছে। এটা মূলত আইপ্যাড এয়ার এর পরবর্তী জেনারেশন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা কেবল যে দেখতে আইপ্যাড এয়ারের মতো তাই নয়, ভেতরের ফিচারও অনেকটা সে রকমই। নতুন অ্যাপল আইপ্যাড (২০১৭) নিয়ে অনেকের মুখে নেগেটিভ কথা বলতেও শোনা যাচ্ছে। অনেকে আবার এটাকে আইপ্যাড এয়ারের ফাস্ট জেনারেশনের মতোই মনে করছে। কেবল নতুন ডিভাইসে ফিজিক্যাল লক সুইচ নেই, মাইক্রোফোনের ছিদ্রগুলো সঙ্কুচিত হয়েছে এবং স্পিকার হোলের একটিমাত্র সারি করা হয়েছে।
আইপ্যাড এয়ারের সঙ্গে আইপ্যাড (২০১৭) এর সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হলো, নতুনটাতে ফিঙ্গারপ্রিন্টের জন্য টাচ আইডি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অ্যাপল জানিয়েছে, নতুন আইপ্যাডে আরো উজ্জ্বল 9.7 ইঞ্চি পর্দা আছে। এছাড়াও 1.2 মেগাপিক্সেল ক্যামেরা। 2048×1536 পিক্সেলের রেজ্যুলিউশন স্ক্রিন। আইওএস 10 অপারেটিং সিস্টেমের অভ্যন্তরে দেওয়া হয়েছে ৩২ জিবি স্টোরেজ। এর পেছনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।