অগ্রবাণী ডেস্ক | ৩১ জুলাই ২০১৭ | ১:৪৭ পূর্বাহ্ণ
রাজধানীর বাড্ডায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা কারা হয়েছে। গতকাল রবিবার বিকেলে বাড্ডা থানাধীন আদর্শনগরের ৪নং সড়কের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধর্ষণের পর ওই শিশুকে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরছি। ঘটনাস্থলে আমাদের সদস্যরা আছেন। তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন।
ঘটনাস্থলে উপস্থিত বাড্ডা থানার এসআই আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও এ বিষয়ে কিছু জানা যায়নি।