নিজস্ব প্রতিবেদক | ১২ জানুয়ারি ২০১৮ | ৮:৪৬ অপরাহ্ণ
ভ্রাম্যমাণ আদালতের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন বশির আহমেদ
ভ্রাম্যমাণ আদালত আজ শুক্রবার বিকালে বাণিজ্য মেলায় ক্যাফে সামসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
পণ্যের মূল্যতালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ অস্বাস্থ্যকর ও বাসি খাবার বিক্রির দায়ে তাদের এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা জানান, “মেলার পরবর্তী দিনগুলোতেও অভিযান চলবে। এর পরে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তথ্য প্রদান করে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করার জন্য ক্যাফে সামস থেকে উত্তোরণ করা জরিমানার টাকা থেকে মিরপুরের বাসিন্দা বশির আহমেদকে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ২৫০০ টাকা পুরস্কার দেওয়া হয়।