আজকের অগ্রবাণী ডেস্ক | ২৮ আগস্ট ২০১৭ | ৮:৩১ অপরাহ্ণ
বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে ফুরফুরে সময় কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিষেধাজ্ঞার কারণে আপাতত মাঠের বাইরে আছেন এই ফুটবল তারকা। মাঠের বাইরে থাকলেও সময়টা যে বেশ উপভোগ করছেন তা নিজেই বুঝিয়ে দিলেন।
নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছেন রোনালদো। যেখানে বান্ধবীসহ রোনালদোকে বেশ ফুরফুরে মেজাজেই দেখাচ্ছে ছবিতে তার পাশেই রয়েছেন বান্ধবী। পেছনে দাঁড়িয়ে রোনালদোর বড় ছেলে রোনালদো জুনিয়র। আর দুই যমজ সন্তান ছেলে মাতেও ও মেয়ে ইভাকে কোলে নিয়ে বসে আছেন রোনালদো ও তার বান্ধবী। অপর ছবিতে রোনালদো ও তার বড় ছেলে দুই যমজ সন্তানকে কোলে করে বসে আছেন। ছবিতে লেখা ‘ফ্যামিলি মুড’।