শাহীন সুলতানা শান্তা | ১৮ জুন ২০১৭ | ৪:৩৭ অপরাহ্ণ
বাবাই আমার জীবন, বাবাই আমার সব। মা চলে গিয়েছেন না ফেরার দেশে, বাবা যেদিন থাকবে না, আমিও সেই দিন থাকবো না। আজকের যে শান্তা, তার কি এমন আছে!! শান্তা সমাজে প্রতিষ্টিত, এই মুক্ত স্বাধীন শান্তা, জীবনে কখনো কাউকে পরোয়া করে চলে না। আল্লাহ্ ছাড়া পৃথিবীর কেউকে ভয় করে না, আমি যা কিছু করেছি, যা কিছু পেয়েছি, তার সবকিছুর অবদান উপরে আল্লাহ আমার বাবার( বিচারপতি মোঃ শামসুল হুদা মানিক)। এই বাবাই আমাকে শিখিয়েছেন,”” পাছে লোকে কিছু বলে” এই কথায় কান দিবে না। তুমি সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সামনে এগিয়ে যাও। বাবা তোমার সাহসে আমি এখনো এগিয়ে যাচ্ছি।
(শাহীন সুলতানা শান্তার ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)