
| শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় বাবার লাশ বাড়িতে রেখেই দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে গাংকুল সিনিয়র ফাজিল মাদ্রাসার এক শিক্ষার্থী। তার নাম রায়হান আহমদ।
শনিবার বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অংশ নেয়। উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের রুকনপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, রাহয়ান আহমদের বাবা আব্দুর রাজ্জাক শুক্রবার রাতে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার বেলা আড়াইটায় তার জানাজা নির্ধারিত হয়। এ দিকে শনিবার আব্দুর রাজ্জাকের ছোট ছেলে রাহয়ান আহমদের দাখিল পরীক্ষা ছিল।
এ অবস্থায় রাহয়ান আহমদ চলমান দাখিল পরীক্ষায় অংশ নেবে কি-না সে বিষয়ে স্বজনেরা দোটানায় পড়েছিলেন। তবে রাহয়ান পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। বাবাকে হারিয়ে কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে যায় রাহয়ান। পরে অবশ্য পরীক্ষা দিয়ে সে বাবার জানাজায় অংশ নেয়।
পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে রাহয়ান জানায়, বাবা তাকে খুব ভালোবাসতেন। বাবা চাইতেন, সে যেন পড়ালেখা করে অনেক বড় হয়। এ কারণে সে পরীক্ষায় অংশ নিয়েছে।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar