অনলাইন ডেস্ক | ২৮ আগস্ট ২০১৭ | ৯:১৩ অপরাহ্ণ
৫২ বছরের সুখবিন্দর কাউর ওরফে রাধে মা’কে নিয়ে বিতর্ক কম নেই। বছর দুয়েক আগে এক মহিলা রাধে মা’র বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি ওই মহিলার শাশুড়িকে বেশি পণ নেওয়ার ব্যাপারে উসকে দিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন সময়ে তাঁর নানা উক্তিকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে। এ বার তিনি কী বললেন রাম রহিম কাণ্ড নিয়ে?
সারা দেশ এই মুহূর্তে উত্তাল ভণ্ড ধর্মগুরু গুরমিত রাম রহিমকে নিয়ে। কেবল রাম রহিমই নন, এই সূত্রে আলোচনায় উঠে আসছে আরও নতুন ধর্মগুরুদের নাম। ১০ বছরের সাজা পেয়েছেন ধর্ষক বাবা। তাঁর বিচার ঘিরে তাণ্ডব চালিয়েছে বাবার ভক্তরা। পাঁচকুলায় ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে মুখ খুললেন আর এক ধর্মগুরু রাধে মা। জানালেন, যা ঘটেছে সবই কর্মফল ও ভগবানের ইচ্ছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাধে মা প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বলেন, ‘‘মোদিজিকে আমি সারা দেশের রাজা বলে মনে করি। তিনি সব সময়ই ভাল সিদ্ধান্ত নেন।’’
সম্প্রতি বলিউড অভিনেতা ঋষি কাপূর তাঁর টুইটারে রাম রহিম সিংহ ছাড়াও, আসারাম বাপু, নিত্যানন্দ ও রাধে মা’কে কটাক্ষ করেন। সেই টুইটের প্রতি ক্ষোভ উগরে দিয়ে রাধে মা জানান, ভগবান শিব প্রবীণ অভিনেতাকে শাস্তি দেবেন।