রিমন পাঠান | ৩০ জুলাই ২০১৭ | ২:১৭ অপরাহ্ণ
বাবা বলতো. বড় হয়ে নে খোকা,
তোকে নিয়ে যাবো একদিন ঐ পাহাড়ের চুড়ায়।
দু-জনে মিলে বন মোরগের চুড়ুই ভাতি,
রাত্রি হলেই আমরা দু-জন ঐ তারাদের সাথী।
বড় হয়ে আজ ভুলেছি তোমার স্বপ্ন দেখা,
অনুভূতি হীন জীবন বয়ে তাই চলেছি একা।
মেনে নিয়েছি এই জীবনের মেকি ধাচটা,
মেনে নিয়েছি সকাল হলেই দশটা-পাঁচটা।
মেনে নিয়েছি মিস হয়ে গেলে ভোরের বাসটা,
মেনে নিয়েছি দু:খ হয়ে গেলে মুখের গ্রাসটা।
মেনে নিয়েছি আমি যত কান্না,
মেনেছি যত আশা ঝড় বন্যা।
এখন. বাবা তুমি যে কোথায়-
নীল আকাশের ঐ সীমায়,
পাখি ডাকা ঘুম ভাঙ্গা ভোরেরই হাওয়ায়।
বাবা তুমি যে কোথায়-
দূর আকাশের ঐ তারায়,
হয়তো আজো ফিরে যাওয়া পাখিরও ডানায়।
আকাশ জুড়ে আজো কি অনেক তারার মেলা,
আমার জন্য হন্যে হওয়া ভোরের বেলা।
পাহাড়ের চুড়ায় বন মোরগ আর চুড়ুই ভাতি,
আমার জন্য উচ্চন্নের অন্ধরাতি।
রাতের আঁধার, বিবর্ন ক্ষন, আর সেই তুমি-
ভিজে আসে চোখ-
অনেক জলে ভিজে যাই আমি।
এখন বাবা তুমি যে কোথায়-
নীল আকাশের ঐ সীমায়,
পাখি ডাকা ঘুম ভাঙ্গা ভোরেরও হাওয়ায়।
বাবা তুমি যে কোথায়-
দূর আকাশের ঐ তারায়,
হয়তো আজো ফিরে যাওয়া পাখিরও ডানায়।