| ০৪ মার্চ ২০২১ | ৫:১৩ অপরাহ্ণ
ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগে খেলা দলগুলোর মধ্যে বারপোস্ট গোল বঞ্চিত করেছে এমন তালিকায় সবার উপরে আছে ফ্রান্সের জায়ান্ট পিএসজি। লিগ ওয়ান জায়ান্টদের এখনো পর্যন্ত ১৯টি শট বারপোস্টে লেগে প্রতিহত হয়েছে।
পিএসজির সমান ১৯টি শট বারপোস্টে প্রতিহত হয়েছে আরেক লিগ ওয়ানের দল অলিম্পিক লিওর। তিন নম্বরে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ১৬টি শট বারপোস্টে প্রতিহত হয়েছে তাদের।
রিয়ালের সমান ১৬টি শট বারপোস্টে প্রতিহত হয়েছে এসি মিলানেরও। পাঁচে আছে ইংলিশ ক্লাব ওয়েস্ট হাম ইউনাইটেড। তাদেরও ১৬টি শট প্রতিহত হয়েছে।