
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ মে ২০২২ | প্রিন্ট
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) রাতে শহরের আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোহাম্মদ কাহালু সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কালিনগরের মৃত এমরানের ছেলে। পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে হেফাজতে নিলেও পালিয়ে যান চালক।
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, শহরের আরামবাগ স্বপ্নপুরি আবাসিক হোটেলের সামনে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ কাহালু গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক্টরটিকে হেফাজতে নেয়া হয়েছে। নিহত ব্যক্তির মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আছে।
Posted ২:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar