
| মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ যাত্রী। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর বাগানবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা শ্রমিকরা। এতে মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে কয়েক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। এ সময় ট্রাফিক ইন্সপেক্টরের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।
হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। দুপুরে একটি অটোরিকশা হাইওয়ে পুলিশের গাড়ি দেখে দ্রুত গতিতে পালাতে গেলে মামুন পরিবহনের একটি বাস এসে চাপায় দেয়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। গুরুতর আহত ২ যাত্রীকে উদ্ধার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
এদিকে চালক নিহতের পর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশার শ্রমিকরা। এতে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় প্রশাসন, হবিগঞ্জ, বাহুবল ও হাইওয়ে পুলিশের দীর্ঘ চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করা হয়।
নিহত অটোচালক তোফায়েল আহমদ হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের ফজলু মিয়ার ছেলে। আহতরা হলেন দৌলতপুর গ্রামের আজগর আলী (৬০) একই গ্রামের মাসুদা আক্তার (৩৫) ও বাহুবল পল্লী বিদ্যুতের কর্মচারী মুসলিম মিয়া (৪০)।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar