অনলাইন ডেস্ক | ৩১ আগস্ট ২০১৭ | ১১:৩৪ পূর্বাহ্ণ
রাজধানীর রামপুরায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। বুধবার বিকেলে দীন ইসলাম নামের এক বখাটেসহ স্থানীয় ৪/৫ জন বাসায় ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে। রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই গৃহবধূর স্বামী জানান, তিনি বাসা থেকে বাইরে গেলে দ্বীন ইসলাম তার সঙ্গে ৪/৫ জনকে নিয়ে বাসায় ঢোকে। তারা তার স্ত্রীকে জোর করে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। তিনি বাসায় এলে স্ত্রী তাকে বিষয়টি খুলে বলেন।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, ঘটনাটি প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, মেয়েটিকে গাইনি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরে তাকে ওসিসিতে পাঠানো হবে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, গণধর্ষণের শিকার এক গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা রামপুরা থানায় বিষয়টি জানিয়েছি।