অগ্রবাণী ডেস্ক | ২৮ মে ২০১৭ | ৯:১১ অপরাহ্ণ
গাজীপুরে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন হক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক মিজান (২১) ও তার সহযোগীরা পলাতক রয়েছে। মিজান স্থানীয় জালাল উদ্দিনের ছেলে।
স্কুলছাত্রীর বাবা জানান, শনিবার সন্ধ্যার পর তার মেয়ে বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা মিজান ও তার ৩-৪ জন সহযোগী স্কুলছাত্রীর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে অন্যদের সহযোগিতায় মিজান ওই ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায়।
এ ঘটনায় রোববার জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, ছাত্রীটিকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।