আজকের অগ্রবাণী ডেস্ক: | ০৮ জুন ২০১৭ | ৭:৩১ অপরাহ্ণ
বিএনপির রাজনীতির মহাদুর্দিনের যাত্রাপথে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ বিএনপি নেত্রীর মতো বিশাল বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন। আইনী লড়াইয়ে হেরে তিনি নতুন বাসায় উঠেছেন।
বিএনপির রাজনীতির দুঃসময়ের এই ক্রান্তিকালে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ ৩৬ বছর ধরে বসবাস করা গুলশান-২- রোডের ১ বিঘা ১৩ কাঠার ১৫৯ নম্বর বাড়ি থেকে দীর্ঘ আইনী লড়াইয়ের পর হেরে গিয়ে বুধবার উচ্ছেদ হয়েছেন। উচ্ছেদকালে সাংবাদিকদের বলেছিলেন, রাতে ফুটপাতেই থাকবেন। তবে সন্ধ্যার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে সান্তনা জানালে তিনি উঠেছেন নতুন ফ্লাটে।
সূত্র জানিয়েছে, গুলশান ২ এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাসার কেনা ফ্লাটে উঠেছেন ব্যরিস্টার মওদুদ। এর আগে মাঝে মাঝে মওদুদ এখানে আসলেও কখনো রাত্রিযাপন করেননি। অনেকটা বিমর্ষ দেখাচ্ছিল তাকে। রাত ১০ টার পর তিনি এ ফ্লাটে আসেন এবং সেহেরি খেয়ে ঘুমাতে গিয়েছেন। এর আগে নিজের মতো করে লাইব্রেরী রুম গোছানোর কাজটি তিনি নিজে তদারকি করেন।
উল্লেখ্য, উচ্ছেদ হওয়া বাড়িটি রাজউক দখলে নিয়েছে। আইনী লড়াইয়ে তারা জিতেছে। ইতোপূর্বে বাড়িটি তার ইংল্যান্ডপ্রবাসী ভাই মঞ্জুর আহমদের এবং তার পক্ষে তিনি দখলদার বলে দাবি করলেও এবার ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই বাড়িটির মালিকানা দাবি করেছেন।
মামলায় ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করেন, অস্ট্রেলীয় নাগরিক ইনজে মারিয়া ১৯৮০ সালের ১২ ডিসেম্বর সাবেক প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরীকে আমমোক্তারনামা নিযুক্ত করেন। পরে ১৯৮১ সালের ২৩ মে উক্ত আমমোক্তারনামায় মওদুদ আহমদের বরাবর একটি ভাড়াটিয়া চুক্তিপত্র করেন।