আজকের অগ্রবাণী ডেস্ক: | ৩১ জুলাই ২০১৭ | ৬:৫৪ অপরাহ্ণ
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দলের সহ দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আলী ইমাম তপন, হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুল হক শাতিল ও প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী সাত দিনের মধ্যে দলের মহাসচিব বরাবর একটি লিখিত জবাব কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।