
ডেস্ক | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে প্রতিপক্ষের হামলায় বিএনপির দুই কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তাঁদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের মিডিয়া সেল জানায়, ১৬ নম্বর ওয়ার্ডের কাঠালবাগান খান হাসান স্কুলে প্রার্থী সিরাজুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এজেন্টদের নিয়ে কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় তাঁদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এরপর ওই কেন্দ্র থেকে বিএনপির এজেন্টকে বের করে দেওয়া হয়।
অপরদিকে, একই সিটির ১৮ নম্বর ওয়ার্ডের ঢাকা কলেজ কেন্দ্রে এজেন্টস বের করে দেওয়া হয়েছে প্রার্থী জাহাঙ্গীর পাটোয়ারীকে। পরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে যাওয়ার পথে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ওই প্রার্থীর ওপর হামলা চালায়। এতে জাহাঙ্গীর পাটোয়ারীসহ তিনজন আহত হন।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar