| ০৪ ফেব্রুয়ারি ২০১৮ | ১০:৩৫ অপরাহ্ণ
রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
গত ৯ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ মো. শাহাব উদ্দিন তা সমর্থন করেন।
গত ৭ জানুয়ারি দশম জাতীয় সংসদের ১৯তম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে এ ভাষণ দেন।
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ১৯তম দিনে সরকারি দলের হাসান ইমাম খান, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, এটিএম আবদুল ওয়াহাব, জুয়েল আরেং, বেগম সানজিদা খানম, বেগম সাবিহা নাহার, দিলারা বেগম ও জাতীয় পার্টির মোহাম্মদ নোমান আলোচনায় অংশ নেন।
সরকারি দলের সদস্যরা বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে সরকারের সার্বিক উন্নয়নের প্রকৃত চিত্র তুলে ধরেছেন। তারা তরুণ সমাজকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকার আহবান জানান।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি প্রশ্নবিদ্ধ করেছিল উল্লেখ করে তারা বলেন, এখন বিএনপির মুখে তত্ত্বাবধায়ক সরকারের কথা শুনলে লজ্জা লাগে। বন্দুকের নলে বিএনপির জন্ম, আর সেই দলের উত্তরসুরি বেগম খালেদা জিয়া মাগুরা মার্কা নির্বাচন করে দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাদের মুখে গণতন্ত্র ও সুশাসনের কথা মানায় না। তারা আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র এদেশের মানুষ প্রতিহত করবে।