অগ্রবাণী ডেস্ক | ২৬ মে ২০১৭ | ২:৩৭ অপরাহ্ণ
খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষীকে হত্যার প্রতিবাদে হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে নগর ও জেলা বিএনপি। শুক্রবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, শুক্রবার কালোব্যাচ ধারণ, আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরী ও জেলায় অর্ধদিবস হরতাল এবং রোববার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা প্রমুখ।