অগ্রবাণী ডেস্ক | ১৭ জুন ২০১৭ | ১১:১৩ অপরাহ্ণ
ক্যামেরার সামনে কাজের প্রয়োজনে নগ্ন হতে সবাই পারেন না। তবে তা ব্যর্থ প্রমাণ করে নিজেকে বারবার আলোচনার তুঙ্গে এনেছেন বলিউডের সমালচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। এছাড়া বিকিনি ফটোশ্যুট করে বহুবার আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি বিকিনিতে আবারও লাইমলাইটে রাধিকা।
জানা গেছে, ছুটি কাটাতে ইটালি গিয়েছিলেন তিনি। সেখানেই তুসকানি বিচে তাকে দেখা গেছে সাদা কালো বিকিনিতে। দুপুর বেলা বিচের ধারে একটু আয়েশ করছিলেন নায়িকা। আর তার মাঝেই ক্যামেরা নিয়ে হাজির ফটোগ্রাফরা। কিন্তু তাতে একটুও বিরক্ত প্রকাশ করেননি তিনি। সুন্দর হাসিমুখে আবেদনময়ী কিছু পোজ দিলেন। আর মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গেলো সোশ্যাল সাইটে
‘ওয়াহ! লাইফ হো তো অ্যায়শি’ সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার ক্যারিয়ার। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রাধিকাকে। ক্যারিয়ারের শুরু থেকেই প্রশংসিত অভিনেত্রী হিসেবে নিজের স্থান করে নিয়েছেন তিনি। এখন প্রায়ই থাকেন খবরের শিরোনামে। এর পাশাপাশি ক্যামেরার সামনে সাহসী ফটোশ্যুটে কখনই তিনি ভীত হননি।