| ০৮ মার্চ ২০২১ | ৩:৫০ অপরাহ্ণ
বিকেলের পর দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া দেশের অন্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার (৮ মার্চ) দুপুরে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস।
তিনি জানান, ঢাকাসহ বেশকিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হলেও বড় ধরনের কোনো বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়নি। তবে সিলেটসহ আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিকেলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আর সন্ধ্যার পর ঢাকায় মেঘলাভাব কেটে যাবে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়, কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমক অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিমি, যা অস্থায়ীভাবে দমকা আকারে ৩০ কিমি পর্যন্ত বাড়তে পারে। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাইরের অংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশ এলাকায় রয়েছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বদলগাছীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতিতে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে।