অনলাইন ডেস্ক | ২৭ নভেম্বর ২০১৭ | ৭:৩৪ অপরাহ্ণ
অভিনেতা সালমান খান ও অভিনেত্রী বিপাশা বসু। দুজনেই খুব ভালো বন্ধু। কিন্তু স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার একটি বিজ্ঞাপন নিয়ে আপত্তি তুলেছেন বজরঙ্গি ভাইজান অভিনেতা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বস সিজন এগারোর ঘরে করণ-বিপাশার একটি কনডমের বিজ্ঞাপনের স্ট্যান্ডি রাখা ছিল। কিন্তু এতে আপত্তি জানান সালমান। এটি খুবই আপত্তিকর বলে মনে করেন এ অভিনেতা। এছাড়া তার মতে, বিগ বস পারিবারিক অনুষ্ঠান। এর সব বয়সি দর্শক রয়েছে। তাই এ ধরণের বিজ্ঞাপন রাখা ঠিক নয়। পরবর্তীতে সালমানের পরামর্শ আমলে নিয়ে বিজ্ঞাপনের স্ট্যান্ডি বিগ বস হাউস থেকে সরিয়ে নেয়া হয়।
এর আগে কনডমের বিজ্ঞাপনটি নিয়ে বিপাশা বসু বলেছিলেন, ‘বিজ্ঞাপনটি সচেতনতা তৈরির জন্য নির্মিত। এটি সময়ের দাবি। কনডমের বিজ্ঞাপন করে আমি কোনো ভুল করিনি। বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করেছেন ফটোগ্রাফার ও বিজ্ঞাপন নির্মাতা প্রসাদ নায়েক। সুতরাং আমি নিশ্চিত ছিলাম খুব নান্দনিকভাবেই এটি ফুটিয়ে তোলা হবে। এছাড়া এই ক্যাম্পেইনের মূল ভাবনা আমাদের মনে ধরেছে।’