আজকের অগ্রবাণী ডেস্ক: | ২১ মার্চ ২০১৭ | ১০:১২ পূর্বাহ্ণ
বিমান যাত্রীদের জন্য সুখবর। বিমানে উঠলে আর বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে না। বিশেষ করে, স্মার্টফোন ছাড়া যাদের চলে না, যারা বিমানে নেট কানেকশনের জন্য হাপিত্যেস করতেন, এবার থেকে তারা বিমানে বসেই দিব্যি ওয়াই ফাই ব্যবহার করতে পারেন।
জুন মাসের মধ্যেই সেই পরিষেবা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। বিমানযাত্রায় ওয়াই ফাই পরিষেবা এই প্রথম হতে চলেছে। এয়ার ইন্ডিয়া কর্মকর্তাদের আশা, আগামীদিনে অন্যরাও এই পরিষেবা দিতে বাধ্য হবে।
প্রাথমিকভাবে বিনা খরচেই ওয়াই ফাই ব্যবহার করা যাবে। তবে কত জিবি ব্যবহার করতে পারবেন, তা এখনও পরিষ্কার নয়।