অনলাইন ডেস্ক | ০৪ আগস্ট ২০১৭ | ৯:৪৩ অপরাহ্ণ
যেন কোনও চলচ্চিত্রের দৃশ্য। বিমানের আপদকালীন দরজা খুলে লাফ দিল এক সতেরো বছরের কিশোর! এমনই আজব ঘটনা ঘটেছে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, গত মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। কোপা এয়ারলাইন্স ফ্লাইট নং ২০৮ পানামা সিটি থেকে এসে সবে তখন অবতরণ করেছে রানওয়েতে। বিমানবন্দরের আধিকারিকরা দেখেন, এক কিশোর আচমকাই বিমানের আপদকালীন দরজা দিয়ে বাইরে লাফিয়ে পড়ছে।
বিমানের যাত্রীরা এমন ঘটনা দেখে মানসিক ভাবে বেশ অস্থির হয়ে ওঠেন। এক সহযাত্রী জানান, বিমান তখন সবে নেমেছে, এমন সময় বিমানের ভিতরটা আলোয় ভরে যায়। চমকে উঠে সবাই দেখেন আপদকালীন দরজা খুলে গিয়েছে। এর পরই দেখা যায়, ছেলেটি লাফ দিচ্ছে। তাঁর বক্তব্য, পরিস্থিতি এমনই ছিল কারও পক্ষেই ছেলেটিকে আটকানো সম্ভব হয়নি।
কোপা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর লাফ দিয়ে পড়ার পরে ক্রু মেম্বারররা ছুটে এসে দরজা বন্ধ করে দেন। বিমানটিও স্বাভাবিক গতিতে গন্তব্যে এসে পৌঁছায়।
ছেলেটিকে গ্রেফতার করেছে পুলিশ। তার খুব একটা চোট লাগেনি। কেন সে আচমকা ওরকম পাগলের মতো লাফ দিল, তা এখনও জানা যায়নি।