অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০১৭ | ১১:৫৯ পূর্বাহ্ণ
অানুশকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের কথা নিয়ে আর নতুন কী বলার! কিন্তু প্রেমিকা ছাড়াও অন্য বলিউড সুন্দরীরাও বিভিন্ন সময়ে জানিয়েছেন বিরাট সম্পর্কে তাঁদের অনুভূতির কথা। সেই তালিকায় যুক্ত হল নতুন একটি নাম— জায়রা ওয়াসিম। হ্যাঁ, ব্লকবাস্টার ‘দঙ্গল’ ছবিতে যাঁর অভিষেক, সম্প্রতি ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতেও যিনি জয় করেছেন সকলের মন, সেই অভিনেত্রীও এবার মুখ খুলেছেন ভারত অধিনায়ককে নিয়ে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, একাদশতম বেঙ্গালুরু মিডনাইট ম্যারাথনে অতিথি হয়ে এসে তিনি জানিয়েছেন, তিনি বিরাটকে সম্ভ্রম করেন। এর পরেই তিনি জানিয়ে দেন, ‘‘কে-ই বা তা করে না!’’
কেবল বিরাট নয়, আরেক ক্রীড়াবিদের প্রতিও তাঁর শ্রদ্ধা প্রকাশ করেছেন জায়রা। তিনি মেরি কম। বক্সিং-এর মহাতারকাকে নিয়ে তিনি জানান, তিনি অত্যন্ত পছন্দ করেন মেরিকে। মেরির বায়োপিকে অভিনয় করারও খুব ইচ্ছে রয়েছে তাঁর, জানান জায়রা।
বিরাট-মেরির ভূয়সী প্রশংসা করার পাশাপাশি নবাগতা এই অভিনেত্রী জানিয়ে দেন, তিনি ভাগ্যবিশ্বাসী। তিনি বলেন গত ৩ বছরের অভিজ্ঞতা তাঁকে বুঝিয়েছে পরিকল্পনা করলেই তা পূরণ হবে এমন নয়। ভাগ্য যেদিকে যাওয়ার সেদিকেই যাবে।
‘দঙ্গল’-এর পরে ‘সিক্রেট সুপারস্টার’-এর সাফল্য অর্জনের পথে শনিবার মন খুলে এই সব কথা জানিয়েছেন বলিউডের এই নতুন মুখ।