অনলাইন ডেস্ক | ২৬ জুলাই ২০১৭ | ১১:৫৩ অপরাহ্ণ
এক সপ্তাহও কাটেনি। ভারতীয় রেলের বিরুদ্ধে অত্যন্ত নিম্ন মানের এবং খাওয়ার অযোগ্য খাবার পরিবেশনের রিপোর্ট পেশ করেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। তার মধ্যেই এ বার পূর্বা এক্সপ্রেসের প্যান্ট্রির বিরিয়ানিতে মরা টিকটিকি মিলল। যা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। মঙ্গলবার দুপুরের এই ঘটনা বুঝিয়ে দিল, রেলের খাবারদাবার যে তিমিরে ছিল, রয়েছে সেখানেই! কিছুই পাল্টায়নি।
বর্ধমান থেকে ওই দিন সকালে উত্তরপ্রদেশের তুন্ডলায় যাবেন বলে পূর্বা এক্সপ্রেসের এইচএ-১ কামরায় উঠেছিলেন সন্তোষকুমার সিনহা নামে এক যাত্রী। দুপুরের খাবারটা রেলের প্যান্ট্রিতেই অর্ডার দিয়েছিলেন। বিরিয়ানি। খিদে পেটে প্যাকেটবন্দি বিরিয়ানি হাতে পেয়ে খেতেও শুরু করেছিলেন। কিন্তু, কয়েক গাল খাওয়ার পরেই তাঁর অক্কা পাওয়ার জোগাড়! বিরিয়ানিতে আস্ত একটা মরা টিকটিকি! কোনও রকমে সেই প্যাকেট ফেলে ট্রেনের বেসিনে ছুটে যান সন্তোষ। বমি করেও স্বস্তি না মেলায় কর্তব্যরত টিকিট পরীক্ষককে শরীর খারাপের কথা জানান। খবর যায় রেলের কন্ট্রোল রুমে। পরের স্টেশনেই তাঁর চিকিত্সার ব্যবস্থা করা হয়। তত ক্ষণে প্যান্ট্রি-ম্যানেজারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। টিকটিকি-সহ বিরিয়ানির ছবি রেল মন্ত্রকের টুইটার হ্যান্ডলে পোস্ট করেন ওই যাত্রীর আত্মীয় মেঘনা সিনহা।
পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার বলেন, ‘‘ওই যাত্রীকে প্যান্ট্রি থেকে যে বিরিয়ানি দেওয়া হয়, তাতে একটা মরা টিকটিকি ছিল। ট্রেনের মধ্যেই ভদ্রলোকের শরীর খারাপ করতে থাকে। ট্রেনটি ঝাঝা পৌঁছনোর পর আমরা খবর পেয়ে চিকিত্সকের ব্যবস্থা করি।’’ পূর্বা এক্সপ্রেসের প্যান্ট্রির দায়িত্বে থাকা সংস্থাটির চুক্তি বাতিল করা হচ্ছে বলেও জানিয়েছেন রাজেশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।