
ডেস্ক | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
ইস্পাহানি বালিকা বিদ্যালয়ে বিরোধী দলের মেয়র প্রার্থীর কোনও এজেন্ট খুঁজে পাননি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, এই কেন্দ্রে আমি বিরোধী দলের কোনও এজেন্ট দেখতে পাইনি। কেন পাইনি এটা আমি বুঝতে পারছি না।
দুপুরে ইস্পাহানি বালিকা বিদ্যালয়ে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় নির্বাচনের পরিবেশ কেমন? এমন প্রশ্নের উত্তরে মাহবুব তালুকদার বলেন, নির্বাচনের পরিবেশ কেমন আছে এটা আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন, কেননা আপনারা সাংবাদিক। আমি ক্ষণকালের জন্য এসে আমার ভোটটা দিলাম এবং আমার পরিবারও ভোট দিয়েছে। সুতরাং এই প্রশ্ন (নির্বাচনের পরিবেশ কেমন) তুলে আমার কাছে কোনও লাভ নেই।
এসময় তিনি আরো বলেন, ভোট বা নির্বাচন প্রসঙ্গে এখন আমি কোনও মন্তব্য করব না। নির্বাচন শেষ হয়ে গেলে আমি এ প্রসঙ্গে কথা বলব।
ইস্পাহানি বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল কুদ্দুস বলেন, এখানে ১২ জন ভোটারের ফিঙ্গার মেলেনি। ১৮০৫ জন ভোটারের মধ্যে ২২২ জন ভোট দিয়েছে।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar